স্যার আবেদের মরদেহে ড. ইউনূসের শ্রদ্ধা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ১২:২৮ পিএম

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা সোয়া এগারটার দিকে আর্মি স্টেডিয়ামে তিনি স্যার আবেদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
ফজলে হাসান আবেদের মৃত্যুতে আবেগতাড়িত হয়ে এসময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, তার বিদায়ে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে। এ শূন্যতা সামাল দিতে তার প্রতিষ্ঠানগুলো যে নীতিতে তিনি তৈরি করেছিলেন তা ধরে রাখাসহ সবার কাছে তুলে ধরতে হবে। ফজলে হাসান আবেদ তরুণ প্রজন্মের কাছে উদাহরণ হতে পারে যে একা একটি মানুষ সম্পূর্ণ তার নিজের চেষ্টায় সব ক্ষেত্রে বিচরণ করে সফল হয়েছেন। দেশের মানুষের প্রতিটি ঘরে গিয়ে যে বার্তা দেয়া যায় তার ওর্যাল স্যালাইন একটি বড় দৃষ্টান্ত হতে পারে সবার কাছে।