সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:০৪ এএম

রাজধানীসহ দেশের ছয় জেলায় এই শীতের মাঝেই বৃহস্পতিবার রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ঘুন কুয়াশার মাঝেও কোথাও কোথাও দেখা গেছে ঝলমলে দিন, তবুও সর্বনিম্ন মাপমাত্রা বিজার করছিলো। সেই সঙ্গে শৈত্যপ্রবাহও থেমে থাকেনি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) আজও দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ, কুয়াশা, দুপুরে রোদ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশের বেশির ভাগ স্থানে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতে শীত একটু বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা আছে। কাল শনিবার তাপমাত্রা আরো কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজও রাজধানীসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার যেসব এলাকায় শৈত্যপ্রবাহ ছিল, সেসব এলাকায় তা আরও বিস্তৃত হতে পারে।