মেয়র আতিকুলের পদত্যাগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৯ পিএম


আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পদত্যাগ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বরাবর পাঠানো আতিকুল ইসলামের স্বাক্ষরিত পদত্যাগপত্রে লেখেন, আগামী ৩০ জানুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র পদপ্রার্থী হিসেবে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। উক্ত পদে মনোনয়নপত্র দাখিলের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ২৩ ডিসেম্বর ২০১৭ তারিখে জারি করা বিশেষ পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে আমি পদত্যাগ করতে ইচ্ছুক।
এ অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে আমি ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখ পদত্যাগ করলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
