×

জাতীয়

প্রচারণার ব্যস্ততায় প্রতীক নিতে যাননি প্রার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৬:৫৭ পিএম

   
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে দুই সিটির ১৩ প্রার্থীর সবাই ইসিতে নিবন্ধিত দলের মনোনীত হওয়ায় যার যার দলীয় প্রতীক নিয়েই তারা লড়বেন। তবে প্রচারে ব্যস্ত থাকায় দু সিটির কোনো মেয়র প্রার্থীরা স্বশরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান নি। তাদের হয়ে প্রতিনিধিরা প্রতীক গ্রহণ করেন। উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তার দলীয় প্রতীক নৌকা, বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ধানের শীষ, সিপিবির সাজেদুল হক রুবেল কাস্তে, ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ হাতপাখা, এনপিপির আনিসুর রহমান দেওয়ান আম এবং পিডিপির শাহীন খান লড়বেন বাঘ মার্কা নিয়ে লড়ছেন। অপরদিকে, ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস নৌকা মার্কা, বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন লাঙ্গল, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান হাতপাখা, এনপিপির বাহারানে সুলতান বাহার আম, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন মাছ, বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এদিকে শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের সময় কোনো প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার অফিসে যান নি। তাদের এজেন্ট বা প্রতিনিধিরা রিটার্নিং কর্মকর্তার হাত থেকে প্রতীক গ্রহণ করেন। উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে প্রতীক বুঝে নেন তার প্রতিনিধি তৌফিক জাহিদুর রহমান। আর বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রতীক বুঝে নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। মেয়র পদে রাজনৈতিক দলীয় প্রার্থীদের জন্য জন্য প্রতীক ছিল- নৌকা, কুলা, মই, আম, গরু, মিনার, ধানের শিষ, লাঙল, গরুর গাড়ি, খেজুর গাছ, রিক্সা, গোলাপফুল, হারিকেন, আম, বাঘ, মাছ ডাব প্রভৃতি। মেয়রপদে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দকৃত প্রতীক ছিল ক্রিকেট ব্যাট, চরকা, দুরবীন, দেশলাই বাক্স, বাসগাড়ি, হরিন, ঘোড়া, ঘড়ি, এন্টিনা, ফ্লাক্স ও ময়ুর প্রভৃতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App