
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৯:৫৮ পিএম
আরো পড়ুন
আদালতে ঢাবি ছাত্রীর জবানবন্দি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৯:৩৬ পিএম
রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা জবানবন্দি গ্রহণ করেন।
এর আগে তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সিদ্দিক ছাত্রীকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন করেন। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৫ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। পরদিন ৬ জানুয়ারি অজ্ঞাতনামাকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ছাত্রীর বাবা। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। গত ৭ জানুয়ারি রাতে টঙ্গী থেকে মজনুকে আট করে র্যাব।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা জবানবন্দি গ্রহণ করেন।
এর আগে তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সিদ্দিক ছাত্রীকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন করেন। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৫ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। পরদিন ৬ জানুয়ারি অজ্ঞাতনামাকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ছাত্রীর বাবা। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। গত ৭ জানুয়ারি রাতে টঙ্গী থেকে মজনুকে আট করে র্যাব।