আ.লীগের সদস্য পদের চিঠি পেলেন সাঈদ খোকন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০৩:১৫ পিএম

ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়নের চিঠি গ্রহণ। ছবি: ভোরের কাগজ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। ছবি: ভোরের কাগজ।

ওবায়দুল কাদেরের হাত থেকে চিঠি নিচ্ছেন সাঈদ খোকন। ছবি: ভোরের কাগজ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এর আগে সকাল ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে কেন্দ্রীয় নির্বাহী সংসদ সদস্য পদের মনোনয়নের চিঠি গ্রহণ করেন।
এ সময় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সদস্য সাঈদ খোকন।
[caption id="attachment_195148" align="aligncenter" width="700"]
ওবায়দুল কাদেরের হাত থেকে চিঠি নিচ্ছেন সাঈদ খোকন। ছবি: ভোরের কাগজ।[/caption]
