বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০৫:০০ পিএম

রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে বাস চাপায় মোটরসাইকেলে ২জন আরোহী নিহত হয়েছে। তাৎক্ষণিক ভাবে তাদের নাম জানা যায়নি। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা উত্তরা পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) মো. আল আরাফাত জানান, দুপুরে থানার সামনের রাস্তায় ঢাকাগামী ওই চলন্ত মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয় অভি পরিবহনের একটি বাস। এতে মোটরসাইকেলে থাকা ২জনই গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টায় মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বাসটিকে বনানী এলাকা থেকে জব্দ করা হয়েছে। বাসের নাম্বার ঢাকা মেট্রো ব-১৪-৪৪৫৮। ময়না তদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।