নিখোঁজের দেড় মাস পর ফিরলেন সিজার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৭, ১১:০৯ এএম
নিখোঁজের দেড় মাস পর বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার বাসায় ফিরে এসেছেন। বৃহস্পতিবার গভীর রাতে বাসায় ফিরেন তিনি। এর আগে ৭০ দিন পর গত মঙ্গলবার ফিরে আসেন সাংবাদিক উৎপল দাস।
সিজারের বাবা মোতাহার হোসেন ছেলের ফিরে আসার খবর নিশ্চিত করেছেন। তবে তাকে কে নিয়ে গিয়েছিল এবং তিনি কীভাবে ফিরে এসেছেন তা এখনো জানা যায়নি।
মোতাহার হোসেন শুক্রবার সকালে জানান, ‘সিজার রাত একটার দিকে বাসায় ফিরে আসে। এখন সে ঘুমাচ্ছে। কে কীভাবে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তা আমরা এখনো জানতে পারিনি। আর সে কথা বলার শক্তি তার নেই।’
সাবেক সরকারি এই কর্মকর্তা বলেন, ‘আমার ছেলে ফিরে এসেছে এটাই বড় কথা। আমরা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেব না।’ এ সময় তিনি আরও যারা নিখোঁজ আছে তারাও যেন এভাবে ফিরে আসে সে কামনা করেন।
এর আগে উৎপলকে ফিরে পাওয়ার পর সিজারের বাবা বুধবার সন্ধ্যায় বলেছিলেন, ‘খুব ভালো লাগল যে এতদিন পর হলেও ছেলেটি (উৎপল) তার বাবা-মায়ের বুকে ফিরে এসেছে। আমিও আশা রাখি দ্রুত সময়ে মধ্যে আমার ছেলেটাও ফিরে আসবে।’
মোতাহার বলেন, ‘যে বা যারাই আমার ছেলে সিজারকে নিয়ে গেছেন, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন দ্রুত সময়ে মধ্যে আমার ছেলেটিকে ছেড়ে দেয়।’
৭ নভেম্বর সকালে রামপুরার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হন সিজার। পরে আর বাসায় ফেরেননি। এ ঘটনায় সিজারের বাবা মোতাহার হোসেন খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উৎপল ও সিজার ছাড়াও গত এক বছরে ঢাকায় ব্যবসায়ী, রাজনীতিক, সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক মিলিয়ে ১০ জনেরও বেশি নিখোঁজের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সবশেষ ৪ ডিসেম্বর সন্ধ্যায় বিদেশ থেকে আসা মেয়েকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে ধানমন্ডির বাসা বের হয়ে নিখোঁজ হন সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক মারুফ জামান। তারও কোনো খোঁজ মিলছে না।