একুশের প্রথম প্রহরে ভাঙলো নীরবতা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৩ পিএম

ফাইল ছবি
একুশের প্রথম প্রহরে রাতের নিস্তব্ধতা ভেঙে জেগে উঠলো কেন্দ্রীয় শহীদ মিনার। ফুলে ফুলে ভরে উঠলো শহীদ বেদী। গোটা মহানগরীর সব সড়ক এসে মিলে গেল শহীদ মিনারে। হাত হাতে ফুল আর কণ্ঠে বাজলো সেই করুণ সুর- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি....।
একুশের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে শহীদ বেদিতে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। তারা খানিকটা সময় নীরবে দাঁড়িয়ে সম্মান জানান ভাষাশহীদদের প্রতি।
এরপরই শহীদ মিনার চত্বর উন্মুক্ত হয়ে পড়ে সর্ব সাধারণের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য। একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠন ছাড়াও ছাত্র, যুব, নারী, শ্রমিক, শিশু-কিশোর সংগঠনসহ শত শত মানুষ সারিবদ্ধভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করতে থাকেন ভাষাশহীদের স্মৃতিতে। গভীর শ্রদ্ধা জানান।
এসময় মাইকে করুণ সুর বাজানো হয়। তাছাড়া ধারাভাষ্যকারেরা অবিরাম কবিতার পঙিক্তমালা আবৃত্তি করতে থাকেন। যেন সুরের ইন্দ্রজাল সৃষ্টি হয়। শহীদ মিনার চত্বরসহ গোটা এলাকা যেন জেগে উঠে রাতের নিস্তব্ধতা ভেঙে।