সিঙ্গাপুর থেকে ফিরে বঙ্গবন্ধু মেডিকেলে পাটমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:২২ পিএম

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)
সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাকে বিএসএমএমইউ-এর কেবিন ব্লকে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১১ জানুয়ারি দুপুর থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরদিন ১২ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছিল।
এর মধ্যে পাটমন্ত্রী কারোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকে। তবে বিএসএমএমইউ-এর চিকিৎসরা জানিয়েছেন, গোলাম দস্তগীর গাজী ‘কমন কোল্ড' ভাইরাসে’ আক্রান্ত। যেটা একেবারেই স্বাভাবিক। সাধারণ সর্দি কাশির মতোই চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন।