×

জাতীয়

বঙ্গবন্ধু মেডিকেলে ঢাবি শিক্ষার্থীদের তাণ্ডব, আহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:২১ এএম

   

বহির্বিভাগের টিকেট কাটা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাণ্ডব চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেশ কিছু শিক্ষার্থী। তারা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে একটি অ্যাম্বুলেন্স, একটি বাসসহ অন্তত আটটি গাড়ি ভাঙচুর করে। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, আনসার, ড্রাইভার-কর্মচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চারটার দিকে হামলার এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, পরিবহন সুপারভাইজার সুরুজ, আনসার সদস্য মনজুরুল ইসলাম, নাজমুল ইসলাম, মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম, ইউসুফ আলী, জুবায়ের হোসেন, টিপু সুলতান, শামীম হোসেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইদ্রিস, রুবেল, জামাল, ইসমাইল, আজাদ, জামাল-২, উজ্জ্বল, জনি, আল আমিন, চয়ন বিশ্বাস, মাসুদ সিকদার প্রমুখ।

এর আগে দুপুর ১টার দিকে ঢাবির শিক্ষার্থী পিয়াস, সাব্বির, নাঈম ইসলাম, সাগর শাহরিয়ার নিয়ম বহির্ভূতভাবে টিকেট চাওয়া নিয়ে পূবালী ব্যাংকের কর্মকর্তা খালিদ হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় বিএসএমএমইউর প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন শিক্ষার্থীদের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হকের নিয়ে গেলে তিনি বিষয়টির সমাধান করে দেন।

তবে পরিচালকের কক্ষ থেকে বের হয়ে শিক্ষার্থীরা সি ব্লকের সামনে প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনকে মারধর করে আহত করেন। এসময় কর্তব্যরত আনসার সদস্যসহ অন্যান্যরা এগিয়ে এসে চার শিক্ষার্থীকে আবারো পরিচালকের কক্ষে নিয়ে যান।

এ ঘটনার খবর ঢাবি কর্তৃপক্ষকে জানানোর পর ঢাবির দুই জন সহকারী প্রক্টর ও জসিমউদ্দিন হলের ভিপি ফরাদ বিএসএমএমইউর পরিচালকের অফিসে আসেন। এরপর ঘটনার খবর শাহবাগ থানার পুলিশ প্রশাসনকেও জানানো হয়।

পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, সহকারী প্রক্টর কে এম তারিকুল ইসলামসহ ঢাবি কর্তৃপক্ষ উদ্ভূত পরিস্থিতি ও বিষয়টি সমাধানের লক্ষে আলোচনায় বসেন।

তবে আলোচনা চলাকালেই বিকেলে কবি জসিমউদ্দিন হলসহ ঢাবির ২৫-৩০ জন শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে সশস্ত্র অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেলের ১ ও ২নং গেট দিয়ে প্রবেশ করে। হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের ১টি অ্যাম্বুলেন্স, ১টি বাসসহ কমপক্ষে ৮টি গাড়ি ভাঙচুর করে। এসময় রোগী, কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা বি ব্লকের প্রধান ফটকের কাচের দরজা সম্পূর্ণরূপে ভেঙে ফেলে।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঢাবির ওই চার শিক্ষার্থীকে শাহবাগ থানা পুলিশ তাঁদের থানা হেফাজতে নিয়ে যান। হামলার ঘটনার সিসিটিভির ফুটেজ বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় বঙ্গবন্ধু মেডিকেলের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App