দেশ অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময় পার করছে

nakib
প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৩:৪১ পিএম

নাগরিক টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্পিকার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে। স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সকলের কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।
আজ রবিবার নাগরিক টিভি-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসাবে স্পিকার এসব কথা বলেন। এসময় তিনি নাগরিক টিভি-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন।
এরকম একটি আয়োজনের জন্য স্পিকার আয়োজকদেরকে ধব্যবাদ জানিয়ে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এমন অনুষ্ঠান নিসঃন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রতিষ্ঠালগ্ন থেকে নাগরিক টিভি যে ভিন্নধর্মী সংবাদ প্রচার করে আসছে তা অন্য সকল গণমাধ্যমের জন্য অনুসরণযোগ্য বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী, বিজিএমই-র সভাপতি ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।