রাজধানীতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৬:৪৬ পিএম

প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালীতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। রবিবার বিকালে (৮মার্চ) শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির মায়ের অভিযোগ, শিশুটি শনিবার বিকালে বাসার পাশেই মাঠে খেলা করছিল। তবে সন্ধ্যার পরও সে বাসায় ফিরছিলো না। পরে রাত ৮টার দিকে শিশুটি বাসায় ফিরে। তখন তারা বুঝতে পারেন শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পরে রাতেই থানায় অভিযোগ দায়ের করি।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আক্তার হোসেন জানান, গতকাল রাতে শিশুটির পরিবার থানায় এসে অভিযোগ দিয়েছে। শিশুটি বলেছে হৃদয় নামের এক জন তাকে ডেকে নিয়ে এই কাজ করেছে। এর পরপরই আসামি ধরার চেষ্টা চলছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রবিবার বিকেলে ওসিসিতে ভর্তি করা হয়েছে।