×

জাতীয়

সঙ্গে আছি নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৯:২১ পিএম

সঙ্গে আছি নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন
   
ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনের বিএনপি মনোনীত প্রাথী শেখ রবিউল আলম রবি বলেছেন, আমি আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন। এবারও যদি আপনাদের রায় নিয়ে আওয়ামী লীগ প্রতারণা করে তবে তার সমুচিত জবাব দেয়া হবে। মঙ্গলবার (১০মার্চ ) নির্বাচনী প্রচারনায় তিনি এসব সকথা বলেন। প্রচার-প্রচারণা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ি মঙ্গলবার সংসদীয় এলাকায় ব্যাপক ভিত্তিক গণসংযোগ চালায় দলটি। এসময় ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমের সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশ থেকে নির্বাচন করা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।এছাড়াও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন। এ সময় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ নেতানেত্রীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়েও ম্লোগান দেন। সন্ধ্যায় সমাপনী সমাবেশে রবিউল আলম বলেন, নির্বাচনে অপকৌশল গ্রহণ করলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে। জনগণ জেগে উঠেছে। তার রায়কে আর ডাকাতি করা যাবে না। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন। এবারও যদি আপনাদের রায় নিয়ে আওয়ামী লীগ প্রতারণা করে তবে তার সমুচিত জবাব দেয়া হবে। রবি বলেন, গণসংযোগে যে রকম জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন তেমনি নির্বাচনের দিনও থাকবেন। গত জাতীয় নির্বাচন ও সিটি নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রে গিয়েছেন। তাদেরকে সরকারি দলের সন্ত্রাসীরা প্রশাসনের সহযোগিতায় ভোট দিতে দেয়নি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশন বলে কিছু নেই। ইসিতে কিছু সরকারের চাটুকারেরা বসে আছেন। একজন কমিশন মাঝে মাঝে সাহসী কথা বলেন। যা যথেষ্ট নয়। নির্বাচনের দিন একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলবেন এটা ঘোষণা করেন। সেরকম জঘন্য একটা রাষ্ট্র বাস করছি। এ থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির। তাই সকল দল ঐক্যবদ্ধ হয়ে অন্তত নির্বাচনী ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করি। যাতে পাঁচ বছর পর পর একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App