দারাজকে ২ লাখ টাকা জরিমানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১০:২৫ পিএম

র্যাবের অভিযান
অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রির জনপ্রিয় প্রতিষ্ঠান দারাজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র্যাব বলছে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় এই জরিমানা করাসহ সাবধান করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে দারাজের ওয়্যার হাউসে অভিযান শুরু করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম অভিজানের নেতৃত্ব দেন।
সে সময় দেখা যায়, দারাজে অ্যান্টি পলিউশন সেফটি মাস্ক তিন পিস ৪৭০ টাকায়, অ্যান্টি ডাস্ট মাস্ক পাঁচ পিস ১ হাজার ২৫৫ টাকা ও সাধারণ সার্জিকাল মাস্ক প্রতিটি ৪২ টাকায় বিক্রি হচ্ছে। ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, দারাজে বিভিন্ন বিক্রেতা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়, তারাই মাস্কের অতিরিক্ত দাম নেয়। কিন্তু দারাজ এগুলো নজরদারি করেনি। তাদের সতর্ক করাসহ জরিমানা করা হয়েছে। দাম সহনীয় পর্যায়ে রাখতে ভবিষ্যতে তারা নজরদারি করবে।