×

জাতীয়

এন-৯৫ মাস্ক যাচাই করে নিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০১:৪৩ পিএম

   

এখন ৯৫ মাস্ক যারা সাপ্লাই দিচ্ছেন, ভেতরে তারা সঠিক টা দিচ্ছে কিনা সেটা ভালো করে যাচাই করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ এপ্রিল) গণভবন থেকে ঢাকা বিভাগের কয়েকটি জেলা ও ময়মনসিংহ বিভাগের জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ে অংশ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে একথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিবকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, মহানগরির হাসপাতালগুলোতে যেসব সামগ্রী সাপ্লাই দেয়া হচ্ছে যারা সাপ্লাই দিচ্ছে তারা কি সঠিকভাবে সঠিক জিনিসটা দিচ্ছে কিনা সেটা কিন্তু ভালো করে আপনাদেরকে যাচাই করতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি কয়েকটি ছবি পাঠিয়েছি। যে সঠিক জিনিসটা দেয়া হচ্ছে না। আমি এ বিষয়ে এখানে বেশি কিছু বলতে চাই না। যারা সাপ্লাই দিচ্ছে, সেটা সঠিকভাবে যাচাই করে বুঝিয়ে নিন।

এন-৯৫ মাস্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মাস্ক সরবারহের ক্ষেত্রে যেটা হচ্ছে বক্সে লেখা আছে এন-৯৫ মাস্ক কিন্তু ভেতরে দেওয়া হচ্ছে আরেকটা। এটা কেন। যারা এগুলো তৈরি করে বা সাপ্লাই দেয় সেটা কি আসলে সঠিক? এটা যাচাই করবেন।

ভিডিও কনফারেন্সিং এর শেষ পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংযুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালকসহ কেন্দ্রীয় ঔষধাগার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি সারাদেশে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সমস্যা সমাধানের জন্য বিশেষ করে তাদের যাতায়াত ও থাকার ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, এটা ঠিক যে চিকিৎসক ও নার্সদের থাকা-খাওয়া ও যাতায়াতের সমস্যা হচ্ছে। এই জিনিসটা যেন না হয়। প্রয়োজনে তাদের যাতায়াতের জন্য মিনিবাস বা মাইক্রোবাসের ব্যবস্থা করতে হবে। তারা যেন ঠিকমতো থাকা-খাওয়া করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমি স্বাস্থ্য অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশনা দিচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App