নকল করোনা সামগ্রীর সন্ধান পেয়েছে র্যাব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০১:২৩ পিএম

র্যাবের অভিযান।

র্যাবের ভাম্যমাণ আদালত
রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল করোনা সুরক্ষা সামগ্রী পেয়েছে র্যাবের ভাম্যমাণ আদালত। সেখানে বিপুল পরিমাণ নকল করোনা সুরক্ষা সামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভোরের কাগজকে জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উত্তরা ৩ নাম্বার সেক্টরের ১৩ নাম্বার সড়কে ৫/এ বাড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর সহায়তায় অভিজান চালানো হয়।
সে সময় সেখানে সেখানে নকল করোনা সুরক্ষা সামগ্রীর সন্ধান পাওয়া যায়। এমনকি করোনা পরীক্ষার কিটও পাওয়া যায়। যা শুধু সরকারী মনোনীত হাসপাতালেই পাওয়ার কথা। অভিযান চলমান রয়েছে, শেষ হলে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।