×

জাতীয়

করোনায় আক্রান্ত হয়েছিলেন ডিএসসিসি কর্মকর্তা মিল্লাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৭:২৬ পিএম

করোনায় আক্রান্ত হয়েছিলেন ডিএসসিসি কর্মকর্তা মিল্লাত
   
সদ্য প্রয়াত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। আজ আইইডিসিআর এটি নিশ্চিত করছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা সাতটার পর তাকে দ্রুতগতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তবে তার মধ্যে করোনার কোনো লক্ষণ ছিল না বলে জানা গেছে। মৃত্যুর পর আইইডিসিআর এর পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। খন্দকার মিল্লাতকে শুক্রবার বাদ জুমা বনানী কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘদিন দায়িত্ব পালন করা টাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা পরিবহণ বিভাগ ও সমাজকল্যাণ বিভাগের ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য বিভাগের অতিরিক্ত প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরিশ্রমী এই কর্মকর্তার কাজে খুশি হয়ে চাকরির মেয়াদ শেষ হওয়ার পরেও সংস্থাটির মেয়র তাকে বর্জ্য বিভাগের প্রধান পরামর্শক হিসেবে নিয়োগ দেন। সেই হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। মিল্লাতের পরিবারের বরাত দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, বৃহস্পতিবার তিনি দুপুরে খাবার খেয়েছেন। বিকেলে বুকে অসহ্য ব্যাথা অনুভব করলে বুক চেপে ধরে ড্রয়িং রুমে আসেন। ইতিমধ্যে ঘেমে একাকার হয়ে সোফায় শুয়ে পড়েন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আগে থেকেই তার হার্টের সমস্যা ছিল বল পরিবারের সদস্যরা জানান। এর আগের প্রতিদিনই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং করতেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App