করোনা যুদ্ধে জয়ী হলেন ঢামেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২০, ০১:৪২ পিএম

ঢামেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া
করোনা যুদ্ধে জয়ী হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্ট) বাচ্চু মিয়া। রবিবার (১৭ মে) দুপুরে তাকে ঢামেক হাসপাতাল করোনে ইউনিট থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে তাকে আরো ১৪দিন বিশ্রামে থাকতে বলা হয়। ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া নিজেই এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হাসপাতালে কর্মরত অবস্থায় করোনা উপসর্গ দেখা দেয় তার। এরপর এই হাসপাতালেই তার করোনাভাইরাস পরিক্ষা করলে গত ৪মে তার করোনা পজেটিভ বলে রিপোর্ট দেয় হাসপাতাল। এরপর থেকেই তিনি ঢামেক হাসপাতাল করোনা ইউনিটের কেবিনে ভর্তি ছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার আরো দুই বার টেস্ট করানো হয়। দুটি টেস্টই করোনা নেগেটিভ আসে। এরপর চিকিৎসকরা তাকে আজ দুপুরে করোনা জয়ী হিসেবে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়।
তিনি আরো জানান, করোনা জয়ী হলেও চিকিৎসকরা তাকে আরো ১৪দিন বিশ্রামে থাকতে বলেছেন। অসুস্থ্য থাকা অবস্থায় সকল চিকিৎসক, পুলিশ, সাংবাদিক সহ সবাই তার খোজখবর নেওয়ার জন্য সবাইকে ও দেশবাশীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এবং তার জন্য দোআ প্রার্থনা করেছেন।