ধারণার চেয়ে ক্ষয়ক্ষতি কম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২০, ১০:৫৪ এএম

ফাইল ছবি

ফাইল ছবি
১৬০-১৮০ কিলোমিটার গতিবেগের তীব্র ঝড়ো হাওয়া নিয়ে সুন্দরবনের একাংশ, মোংলা ও সাতক্ষীরা হয়ে গতকাল বুধবার রাত ৮টা নাগাদ বাংলাদেশের উপক‚লে প্রবেশ করেছে আম্ফান। ৪ ঘণ্টা তাণ্ডব চালিয়ে যশোর, রাজবাড়ী, সিরাজগঞ্জ হয়ে জামালপুরে গিয়ে রাত ১২টা নাগাদ নিস্তেজ হয়ে যায় বঙ্গোপসাগরে সৃষ্ট শতাব্দীর প্রথম এই সুপার সাইক্লোন। এরই মধ্যে আম্ফানের তাণ্ডবে উপক‚লীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে শত শত কাঁচা-পাকা ঘরবাড়ি। উপড়ে পড়েছে বহু গাছ, বিদ্যুতের পোল। তবে দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গের স্থলভাগে প্রথম আঘাত হানায় ধারণার চেয়ে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে বাংলাদেশে। খুলনা আঞ্চলিক আওহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ঘূর্ণিঝড় আম্ফান প্রথম আঘাত হানা শুরু করে। প্রবল ঝড়ে অনেক স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। কিছু কিছু জায়গায় গাছ পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা-পাকা ঘর ও বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো। নদীতে জোয়ার থাকায় কয়রা, পাইকগাছা ও দাকোপের নিম্নাঞ্চলের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার ভেটখালিতে দুটি স্থানে বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকছে। সন্ধ্যার আগে অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। খুলনা আঞ্চলিক আওহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, সন্ধ্যা ৬টার পর থেকে ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানা শুরু করেছে সুন্দরবন, খুলনা, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরাজুড়ে। এর আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ জানান, ঘূর্ণিঝড় আম্ফান বিকাল ৪টার দিকে উপক‚লের বাংলাদেশ অংশে পৌঁছেছে। ভারতের সাগরদ্বীপের পাশ দিয়ে সুন্দরবন ঘেঁষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ভূভাগে উঠে আসে। ওই সময় এর কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০-১৮০ কিলোমিটার, যা দমকা বা ঝেড়ো হাওয়ার আকারে ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। ঘূর্ণিঝড় আম্ফানের ব্যস প্রায় ৪০০ কিলোমিটার জানিয়ে তিনি বলেন, পুরোপুরি স্থলভাবে উঠে আসতে ৬ থেকে ৮ ঘণ্টা লাগতে পারে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারি বর্ষণ হতে পারে। এর আগে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান ভারতের পশ্চিমবঙ্গের স্থলভাগে আছড়ে পড়ে। এতে ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে, উপড়ে পড়ছে গাছপালা, উপক‚ল এলাকায় বাড়ছে জলোচ্ছ্বাস। কোথাও কোথাও ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। আম্ফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গ ও ওডিশায় ১০-১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
[caption id="attachment_221728" align="aligncenter" width="700"]
ভারতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার বেলা আড়াইটার দিকে এ ঝড় পশ্চিমবঙ্গের দীঘার কাছাকাছি এলাকা দিয়ে উপক‚ল অতিক্রম করা শুরু করে। সে সময় এর অবস্থান ছিল ভারতের সাগরদ্বীপ থেকে ৩৫ কিলোমিটার, দীঘা থেকে ৬৫ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২৫ কিলোমিটার দূরে। ঘূর্ণিঝড় আম্ফানের কারণে ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। এছাড়া ৫ লাখ ১৭ হাজার ৪৩২টি গবাদিপশুকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় সরকারের প্রস্তুতি জানাতে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, লোকসংখ্যা বেড়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা ১২ হাজার ৭৮টি থেকে বাড়িয়ে ১৪ হাজার ৬৩৬টি করা হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে। জরুরি ওষুধসহ চিকিৎসক দল প্রস্তুত আছে। সামাজিক দূরত্ব নিশ্চিত না করলে ১৪ হাজার ৩৩৬টি আশ্রয়কেন্দ্রে ৫৭ লাখ ১৩ হাজার ৬০৭ জন মানুষকে রাখা সম্ভব হতো বলে জানান প্রতিমন্ত্রী। গত ১৬ মে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া আম্ফান এক পর্যায়ে শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়েছিল। বঙ্গোপসাগরের সাম্প্রতিক ইতিহাসে দ্বিতীয় সুপার সাইক্লোন এটি। তবে উপক‚লের দিকে ধেয়ে আসতে আসতে কিছুটা শক্তি হারিয়ে তা আবার অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। চট্টগ্রাম অফিস : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে চট্টগ্রামে ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সাগর খুবই উত্তাল থাকায় পতেঙ্গা সমুদ্র সৈকতসহ চট্টগ্রামের উপকূলীয় এলাকায় তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। এরই মধ্যে স›দ্বীপে জোয়ারের পানিতে সালাউদ্দিন (১৮) নামে এক তরুণ ডুবে মারা গেছে। মৃত সালাউদ্দিন পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের হোনাজীর বাড়ির আবুল কাশেমের পুত্র। আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে একজনের মৃত্যু : গত মঙ্গলবার গভীর রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে শহিদুল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আশ্রয় নেয়ার জন্য বরগুনা সদর উপজেলার পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ নেওয়াজ সেলিম জানান শহিদুল পরীরখাল বাজারে চায়ের দোকান করত দীর্ঘদিন ধরে সে অসুস্থ ছিল। তাকে নিজ গ্রামের বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। সিপিপি টিম লিডারের মৃত্যু : পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ মানুষকে সাইক্লোন শেল্টারে আসার প্রচারণা কাজ চালাতে গিয়ে নৌকা ডুবে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার সৈয়দ শাহ আলমের (৬০) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকালে এ নৌকাডুবির ঘটনা ঘটে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
উপকূলের ১০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন : ঘূর্ণিঝড় আম্ফান বাংলাদেশ উপক‚লে বড় ধরনের ধ্বংসযজ্ঞ না চালালেও এর প্রভাবে উপক‚লীয় এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া শুরু করেছে। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়ার প্রভাবে গাছ পড়ে, তার ছিঁড়ে পড়াসহ বিভিন্ন কারণে ঘণ্টাখানেকের মধ্যে উপক‚লে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অন্তত ১৭টি সমিতির ১০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর বাইরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ওজোপাডিকোর প্রায় ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সংযোগ মেরামতের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে জানিয়ে বিতরণ সংস্থাগুলো বলছে, ঝড় থেমে গেলে বৃহস্পতিবার বিকালের মধ্যে মেরামত করে সংযোগগুলো চালু করার প্রস্তুতি তাদের রয়েছে।