সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক সস্ত্রীক করোনায় আক্রান্ত

nakib
প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৭:১৬ পিএম

দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি
দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজেটিভ ফল আসে। মুস্তাফিজ শফির শারীরিক অবস্থা বর্তমানে বেশ ভালো। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা চলছে। এক বার্তায় সমকাল সম্পাদ দেশবাসীর কাথে দোয়া চেয়েছেন।
সোমবার (১৫ জুন) তিনি নিজে জানান, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এবং আমার স্ত্রী দুজনেই করোনা পজিটিভ হয়েছি। আমাদের অবস্থা খুব একটা খারাপ না। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা চলছে। এছাড়াও একদল বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। আমাদের জন্য দোয়া করবেন।’
সম্পাদক পর্যায়ের কোন সাংবাদিক এ প্রথম করোনায় আক্রান্ত হলেন। এর আগে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঝুঁকি এড়াতে অনেকে বাসা থেকে কাজ করছেন।