আরো তিন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ০২:০৭ পিএম
ভুতুড়ে বিদ্যুৎ বিল তৈরি সাথে সম্পৃক্ততার দায়ে ডিপিডিসির পর এবার আরো তিন বিদ্যুৎ বিতরণ কোম্পানির বেশ কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয়েছে। রবিবার (৫ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ২ মিটার এটাকে বরখাস্তের পাশাপাশি ৭ জনকে শোকজ করা হয়েছে। দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণ কোম্পানি নেসকোর একজন নির্বাহী প্রকৌশলী কে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একইসঙ্গে ২ মিটার লিডার কে বরখাস্ত করা হয়েছে। লঘু অপরাধের কারণে নেসকোর বেশ কিছু কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কর্মকর্তাদের বিরুদ্ধেও ভুতুড়ে বিলের সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই প্রতিষ্ঠান ২২৩ জনকে শোকজ করা হয়েছে।
এদিকে গণমাধ্যমে কথা বলা এবং দায়িত্ব অবহেলা ও গাফিলতির কারণে ডিপিডিসি নির্বাহী প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন কে সাসপেন্ড করা হয়েছে।