
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ০৬:১৫ পিএম
আরো পড়ুন
ভুল আসামি জেল খাটানোর রিট শুনানি বুধবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ০২:০২ পিএম
খুলনায় একটি চোরাচালান মামলায় শুধু নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির পরিবর্তে নিরীহ একজনকে জেল খাটানোর ঘটনায় রিটের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে গতকাল রবিবার খুলনায় একটি চোরাচালান মামলায় শুধু নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির পরিবর্তে নিরীহ এক ব্যক্তিকে জেল খাটানোর ঘটনায় রিট দায়ের করা হয়। রিটে নিরীহ ব্যক্তি মো. সালাম ঢালীকে মুক্তি ও তাকে জেল খাটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জনস্বার্থে এ রিট আবেদন দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
খুলনায় একটি চোরাচালান মামলায় শুধু নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির পরিবর্তে নিরীহ একজনকে জেল খাটানোর ঘটনায় রিটের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে গতকাল রবিবার খুলনায় একটি চোরাচালান মামলায় শুধু নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির পরিবর্তে নিরীহ এক ব্যক্তিকে জেল খাটানোর ঘটনায় রিট দায়ের করা হয়। রিটে নিরীহ ব্যক্তি মো. সালাম ঢালীকে মুক্তি ও তাকে জেল খাটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জনস্বার্থে এ রিট আবেদন দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।