সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ১১:৩৩ পিএম

সাংবাদিক রাশীদ উন নবী
ক্যানসারে জ্যেষ্ঠ সাংবাদিক একেএম রাশীদ উন নবী বাবু মারা গেছেন। বুধবার রাতে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
রাশীদ উন নবীর মেয়ে ফারাহ আনিকা অনন্যা জানিয়েছেন, রাত সাড়ে আটটার দিকে তার বাবা মারা যান। তাকে জন্মস্থান বগুড়ায় দাফন করা হবে।
রাশীদ উন নবী স্ত্রী ও একমাত্র মেয়েকে রেখে গেছেন। রাশীদ উন নবী দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন।
৪৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব, সাপ্তাহিক পূর্ণিমাসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।