৯৮-এর রেকর্ড ছুঁতে যাচ্ছে এবারের বন্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০২:১৫ পিএম
উত্তর থেকে দক্ষিণে দেশের সব নদনদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ইতোমধ্যে ১৫ জেলায় ছড়িয়ে পড়েছে বন্যা। আগামী তিন চার দিনের মধ্যে আরো ১০ জেলায় বন্যা ছড়িয়ে পড়তে পারে। এমন আশঙ্কার বার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
১৯৯৮ সালের বন্যার স্থায়িত্ব ছিল ৩৩ দিন। এরপর দ্বিতীয় দীর্ঘস্থায়ী বন্যা ছিল ২০১৯ সালের ১৭ দিন ব্যাপী বন্যা। তবে চলমান বন্যা এরই মধ্যে ১৭ দিন অতিক্রম করে গেছে। এ বিবেচনায় এবারের বন্যা ৯৮ সালের বন্যার রেকর্ড ছোয়াসহ অতিক্রমও করে যেতে পারে। ভরা বর্ষায় বন্যার গতি প্রকৃতি তেমনই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা ও মেঘনার পানি একে একে বিপৎসীমা অতিক্রম করে গেছে। পদ্মার পানিও বাড়ছে দ্রুত। এছাড়া চট্টগ্রাম বিভাগের নদ-নদীর পানি দুই কূল ছাপিয়ে উপচে পড়ার অবস্থা। উত্তর, মধ্য আর দক্ষিণের নদ-নদীর পানি বেড়েই চলেছে। এমন পরিস্থিতির মধ্যে বন্যার পানি নেমে যাওয়া নিয়েই বিপত্তি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের গেল সপ্তাহের পূর্বাভাসে ধরে নেয়া হয়েছিল, চলমান বন্যা সর্বোচ্চ চলতি মাস পর্যন্ত থাকতে পারে। তবে তিনদিন ধরে বাংলাদেশের উজানে যে হারে বৃষ্টি হচ্ছে, তাতে এই বন্যা আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত থেকে যেতে পারে। আর তাতে ৩৩ দিনের রেকর্ড অতিক্রম করে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
করোনা সংক্রমণের এই সময়ে ১৯৯৮ সালের মতো দীর্ঘস্থায়ী বন্যা জনজীবনের চরম দুর্ভোগ সৃষ্টি করতে পারে। খাদ্যনিরাপত্তাসহ স্বাস্থ্য ও অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে।