ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ১১:২৩ এএম

ভোরের কাগজ অফিসের সামনে থেকে তোলা আজকের ছবি।

বৃষ্টিতে অন্ধকারাচ্ছন্ন চারপাশ

আটকে পড়েছেন অফিসগামী মানুষেরা
কয়েক দিন বৃষ্টি না থাকায় ঢাকাসহ সারা দেশে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে। সাগরে লঘুচাপ থাকায় বাতাসে আর্দ্রতা বাড়ার কারণে এমনটি ঘটছে। তবে মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির ভারি বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজধানীতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গাড়ি ধীরগতিতে চলায় বেশ কিছু স্থানে যানজট শুরু হয়েছে।
এদিকে ঈদ উৎযাপন শেষে রাজধানীতে কর্মচাঞ্চল্যতা বেড়েছে। ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছে মানুষেরা। ঝুম বৃষ্টিতে তাদের বিপাকে পড়তে হয়েছে।
[caption id="attachment_235456" align="aligncenter" width="619"]
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা থাকবে। তিনি বলেন, সাগরে লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। সুস্পষ্ট লঘুচাপও হতে পারে এটি। সেজন্য কয়েক দিন বৃষ্টিও বাড়বে। তবে উজানে বৃষ্টির প্রবণতা কমে এসেছে।
[caption id="attachment_235457" align="aligncenter" width="646"]
মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।