প্রধানমন্ত্রী
নৌকায় ভোট দিয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৬:৩৫ পিএম

রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী। ছবি: ভোরের কাগজ
বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যার ষড়যন্ত্রের জবাব দিতে ৭ জানুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। এসময় ঢাকা মহানগরীর ১৫ টি আসনে নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বর্জন করবে- এটা স্বাভাবিক কিন্তু নির্বাচন বন্ধ করবে, সেই সাহস তাদের নাই। নির্বাচন বন্ধ তারা করতেও পারবে না।
এসময় ঢাকার উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি আগামীতে আরো কি কি পদক্ষেপ নেবেন তার প্রতিশ্রুতি তুলে ধরেন।