টানা তৃতীয় পরাজয় কাজী জাফরুল্লাহর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ এএম

টানা তৃতীয়বারের মতো সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। অন্যদিকে পরাজিত হয়েছেন কাজী জাফর উল্লাহ। এ নিয়ে পরাজয়ের হ্যাটট্রিক করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
রবিবার (৭ জানুয়ারি) বেসরকারি ফলাফলে ২৩ হাজার ৯৬৯ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নিক্সন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য (ঈগল প্রতীক) নিক্সন পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার কাছে পরাজিত নৌকার প্রার্থী জাফর উল্লাহ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট।
ফরিদপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘ফরিদপুরের চারটি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৬৫৪টি। পুরো নির্বাচনী এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।’