প্রিজনভ্যানে ওঠার সময় যা বলে গেলেন মামুনুল হক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৬:২৫ পিএম

রাজধানীর মিরপুর থানার নাশকতার অভিযোগে করা এক মামলায় মাওলানা মামুনুল হকের শুনানি ছিলো আজ (মঙ্গলবার)। এ মামলার অন্য আসামিরা আদালতে না আসায় চার্জ গঠন শুনানির জন্য পরবর্তী দিন ৩০ জানুয়ারি ধার্য করা হয়।
মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক জাহানারা ফেরদৌসের আদালতে চার্জ গঠন শুনানির দিন ধার্য ছিল।
একাধিক মামলায় সাক্ষী ও হাজিরা দিতে মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় মাওলানা মামুনুল হককে। পরে চার্জ গঠন না হওয়ায় দুপুরে তাকে ফের কারাগারে পাঠানো হয়।
আদালতের হাজতখানা থেকে প্রিজনভ্যানে ওঠানোর পথে আব্দুল সালামকে মামুনুল হক তার আইনজীবীকে বলেন, ‘কারাজীবন অনেক কষ্টের। সম্ভব হলে একই তারিখে একাধিক মামলার হাজিরার ব্যবস্থা করুন’।
প্রসঙ্গত, ঢাকায় মামুনুল হকের বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা রয়েছে।