রাজধানীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৫ পিএম

প্রতীকী ছবি
রাজধানীর মাতুয়াইল সাদ্দাম মার্কেট মদিনাচত্ত্বর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে নান্নু মিয়া (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: দুই বাসের মধ্যে চাপা পড়ে কাউন্টার ম্যানেজার নিহত
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. কাউসার জানান, নির্মাণাধীন ভবনটিতে রড মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন নান্নু। সকাল সাড়ে দশটার দিকে কাজ করার সময় ভবনটির ৭ম তলা থেকে নিচে পড়ে যান। পরবর্তীতে দেখতে পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
নিহত নান্নু মিয়া নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। তার বিস্তারিত ঠিকানা এখনো জানা যায়নি।