ওয়ার্ল্ড পুলিশ সামিটে যোগ দিতে দুবাই গেলেন আইজিপি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৫:৩৬ পিএম

ছবি: সংগৃহীত
দুবাই গেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ওয়ার্ল্ড পুলিশ সামিট-২০২৪ এ যোগ দিতে গতকাল (সোমবার ৪ মার্চ) রাতে সরকারি সফরে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
মঙ্গলবার (৫ মার্চ) এক ক্ষুদে বার্তার মাধ্যমে পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়।
আরো পড়ুন: নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাত
বার্তায় বলা হয়, আইজিপি দুবাইয়ে ৫-৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় দি ওয়ার্ল্ড পুলিশ সামিটে অংশ নেবেন। সামিটে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান ছাড়াও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পুলিশ প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে অংশ নেবেন।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সম্মেলন শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবেন।