ঢাকা শহরে মোট পানির চাহিদা ২৬৫-২৭০ কোটি লিটার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৫:৫৪ পিএম

ফাইল ছবি
স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ১৩৫ কোটি লিটার। গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে। চাহিদা অনুযায়ী পানির কোনো ঘাটতি নেই। বর্তমানে ঢাকা শহরে মোট পানির চাহিদা ২৬৫-২৭০ কোটি লিটার।
যদিও ঢাকা ওয়াসা চাহিদার তুলনায় উদ্বৃত্ত অর্থাৎ ২৭৫-২৮০ কোটি লিটার পানি উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে। এছাড়া, ঢাকা ওয়াসা কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে স্ট্যান্ডবাই ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। যাতে গ্রীষ্ম মৌসুমে তাৎক্ষণিক পানির বাড়তি চাহিদা পূরণ করা যায়।
আরো পড়ুন: জ্বালানির দাম পুনঃনির্ধারণ করে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন
মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদে মাইনুল হোসেন খানের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এ কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।
তাজুল ইসলাম জানান, রাজধানীতে সবার জন্য নিরাপদ এবং প্রেসারাইজড পানি সরবরাহ নিশ্চিত করার জন্য নতুন ট্রেঞ্চলেস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব পানির লাইন পরিবর্তন করে ডিস্ট্রিক মেটারেড এরিয়া চালু করা হয়েছে। ফলে নন রিজার্ভ ওয়াটার ৫ শতাংশের নীচে নেমে এসেছে।