পুরো রোজার মাস অসহায় মানুষদের ইফতার করাবে পুনাক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৭:৪২ পিএম

প্রথম রমজানেই অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বছরব্যাপী সমাজ কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর বিভিন্ন জায়গায় ১০০ জন অসহায়, দুস্থ ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, পুনাক সদস্যদের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তা দেয়ার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারো মাসব্যাপী রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পুনাক রমজান মাসব্যাপী প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে গড়ে শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাবে।
এরই অংশ হিসেবে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী ও পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ মঙ্গলবার ১০০ জন অসহায়, দুস্থ ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতর করেন।