
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৩:২৯ পিএম
আরো পড়ুন
ডিবি কার্যালয়ে নুরুল হক নূর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৪ পিএম

নূর/ফাইল ছবি
ধর্ষণে সহযোগিতা করার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নূরসহ তার সাত সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল হক নূরকে লালবাগ থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিউশনার ওয়ালিদ হোসেন জানান, গ্রেপ্তার নূরকে ডিবি কার্যালয়ে রাখা হবে। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের শেষে আদালতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

নূর/ফাইল ছবি
ধর্ষণে সহযোগিতা করার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নূরসহ তার সাত সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল হক নূরকে লালবাগ থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিউশনার ওয়ালিদ হোসেন জানান, গ্রেপ্তার নূরকে ডিবি কার্যালয়ে রাখা হবে। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের শেষে আদালতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।