বুদ্ধিপ্রতিবন্ধি রোমান মোল্লা হারিয়ে গেছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৭:০৭ পিএম

রোমান মোল্লা
চিকিৎসা করাতে এসে লায়ন্স হাসপাতাল থেকে রোমান মোল্লা (৩৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধি যুবক হারিয়ে গেছেন। গত শনিবার (১১ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তার পরনে ছিলো নীল রংয়ের চেক লুঙ্গি ও খয়েরি-সাদা চেক টি-শার্ট।
রবিবার (১২ মে) এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ রোমানকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তার পরিবার ও স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার এসআই মো. সাব্বির আলম জানান, গত শনিবার দুপুর ১২টার দিকে শেরেবাংলা নগর থানাধীন লায়ন্স হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় কাউকে কিছু না বলে বের হয়ে যায় রোমান মোল্লা। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। হারিয়ে যাওয়া রোমান মোল্লার গ্রামের বাড়ি নরসিংদী জেলার সদর থানাধীন শিলমান্দী গ্রামে। কোনো সহৃদয়বান ব্যক্তি রোমান মোল্লার খোঁজ পেলে পরিবারের পক্ষ থেকে এই মোবাইল নাম্বারে ০১৯৩২৪৪২৫৬০ যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।