×

জাতীয়

সৈয়দ আনোয়ার হোসেন

শেখ হাসিনা দেশে না ফিরলে বাংলাদেশ পেতাম না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০২:০৭ পিএম

শেখ হাসিনা দেশে না ফিরলে বাংলাদেশ পেতাম না

ছবি: ভোরের কাগজ

   

প্রখ্যাত ইতিহাসবিদ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (বিইউপি) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, শেখ হাসিনা ১৭ মে দেশে না ফিরলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে পেতাম না। শেখ হাসিনা ফিরে সেই স্বদেশকে ফিরিয়ে আনলেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর স্বদেশ ছিনতাই হয়ে গিয়েছিলো। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে না ফিরলে বাংলাদেশ হতো না। তেমনি শেখ হাসিনা ফিরে না আসলে বঙ্গবন্ধুর বাংলাদেশ ফিরে পেতাম না।

শুক্রবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে এডুকেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অফ বাংলাদেশ (ইআরডিএফবি) আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন-যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সৈয়দ আনোয়ার হোসেন আরো বলেন, বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। কিন্তু এখনো অনেক কাজ করার আছে। এ সময় রাজধানীর একাধিক উড়াল সড়ক, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রসঙ্গ এনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দায়িত্বশীলদের সমালোচনাও করেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আপনি অনেক কিছু করেছেন। আপনার কাছে আমরা ঋণী। সেনাপতি হিসেবে আপনি ঠিক আছেন। কিন্তু আশপাশের 'সোলজাররা' ঠিক নেই। এসময় তিনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা ও তক্কি হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

আরো পড়ুন: ‌‘যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা চারবেলা খায়‌’

এ আয়োজনে বক্তব্য রাখেন- জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান। উদ্বোধক বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।

জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি সময়। তেমনি ১৯৮১ সালের ১৭ মে আরেকটি গুরুত্বপূর্ণ সময়। যে সময় বঙ্গবন্ধুর সব কিছু নিষিদ্ধ ছিলো। সেদিন শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। তিনি বলেছিলেন, আমার সঙ্গে দেশের মানুষ আছে। তিনি দেশে ফিরে এসেছিলেন বলেই আজকে দেশে এতো উন্নয়ন হয়েছে। আজকে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব হয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন উন্নয়ন অব্যাহত থাকবে। তাই এই গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকি।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান বলেন, ১৯৮১ সালে ১৭ মে দেশে ফিরে বলেছিলেন, আমার আর হারাবার কিছু নেই। আমি সব হারিয়েছি। আমি বঙ্গবন্ধু আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো। জেনারেল জিয়াউর রহমানের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলেন তিনি। তখন অনেকে বঙ্গবন্ধু কন্যাকে দেশে আসতে নিষেধ করেছিলেন। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর যে উন্নয়ন করেছেন, তা ইতিহাসে বিরল। পদ্মা সেতু তিনি চ্যালেঞ্জ নিয়ে নিজস্ব অর্থায়নে করলেন। মেট্রোরেলের সুযোগ সুবিধা ঢাকার সবাই পাচ্ছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, ১৯৭১ সালের ১৭ মে বাংলাদেশে আসার মধ্য দিয়ে দেশ বদলে দিয়েছেন। আজকের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে নিয়ে এসেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App