আইনজীবী সমিতি
পাচারকৃত অর্থ ফেরত আনতে মুক্ত বিনিয়োগ নীতি ঘোষণার দাবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৪, ০৫:৩০ পিএম

ছবি: ভোরের কাগজ
বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে মুক্ত বিনিয়োগ নীতি ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় আইনজীবী সমিতি। সোমবার (২০ মে) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড মুক্ত বিনিয়োগ নীতি ঘোষণা করে বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার পদক্ষেপ নিতে পারে। এতে বিভিন্ন সেক্টরে ক্রমশ বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং মুদ্রা বাজারে গতিশীলতা বাড়বে। ডলার সংকটও কমে আসবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী শাহ মো. খসরুজ্জামান। এ সময় সংগঠনের সেক্রেটারি জেনারেল মো. সগীর আনোয়ার, সহ-সভাপতি শামসুল জালাল চৌধুরী, সুরাইয়া বেগম, ডেপুটি সেক্রেটারি জেনারেল সাহেদ আলী জিন্নাহ, ফয়জুর রহমান চৌধুরী শাহীন, মো. আব্দুছ ছবুর দেওয়ান, শেখ রেজাউল করিম, মোশারফ হোসেন সেতু, শেখ লোকমান হাকিম ও কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: যশোর-নড়াইল মহাসড়কে গাছ না কাটতে স্থিতাবস্থা
সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডকে পুরনো ধ্যান-ধারণা থেকে সরে এসে উদারনীতি অবলম্বন করতে হবে। করদাতাদের নির্দিষ্ট পরিমাণ আয়ের উৎসের উপর কর আরোপের হার ৫ শতাংশ বৃদ্ধি করে তাদের ব্যবসায় নিরোৎসাহিত হওয়ার সুযোগ না দিয়ে বরং তাদেরকে উৎসাহিত করার পথ বোর্ডকে খুঁজে বের করতে হবে। বোর্ড আসন্ন বাজেটকে বিনিয়োগ বান্ধব বাজেট হিসেবে নিতে পারে। মুক্ত বিনিয়োগ বাজেট ঘোষণা করা আজ সময়ের দাবি। এতে সরকারের রাজস্ব বিপুল পরিমাণ বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বৈশ্বিক যুদ্ধকালীন সংকট দেশের শিল্প, কৃষি, স্বাস্থ্য, আবাসন, মৎস্য-প্রাণী সম্পদ, আবাসন খাতসহ আমদানী করা সব কাঁচামাল ব্যবসায় জড়িত সব ব্যবসায়ীদের বিনিয়োগ করা অর্থ বিনা কর আরোপে এবং বিনা প্রশ্নে জাতীয় রাজস্ব বোর্ড মেনে নিয়ে ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দিলে ব্যবসার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে। এছাড়া দেশের প্রত্যেক উপজেলায় জাতীয় রাজস্ব বোর্ডের কর অফিস স্থাপন করে রাজস্ব আহরণ করার এখনই উপযুক্ত সময়। একইসঙ্গে বিদেশে অর্থ পাচার বন্ধ হওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র আরো সক্রিয় হওয়ার পাশাপাশি ব্যাংক ও বীমা বিভাগ নিয়ে একটি নতুন মন্ত্রণালয় গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।