×

জাতীয়

স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ

পথচারী ছাত্র নিহতের মামলায় দুজন রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৭:৩৩ পিএম

পথচারী ছাত্র নিহতের মামলায় দুজন রিমান্ডে

ছবি: সংগৃহীত

   

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের দু’গ্রুপের সংঘর্ষের সময় মেহেদী হাসান নামে সদ্য এসএসসি পাশ এক ছাত্র নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- মো. রবিউল ইসলাম ও মো. রাজিব।

মঙ্গলবার (২১ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার পরিদর্শক সচিব দে। শুনানি শেষে তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মে রাস্তা পার হওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মানিক মিয়া অ্যাভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের সংঘর্ষে মেহেদী হাসান নিহত হয়। তিনি স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিল। ভাটারার নুরের চালা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো মেহেদী এ বছর ভাটারার সোলমাইদ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। তার বাবা আবু হানিফ বাসাবাড়িতে ডেকোরেশনের কাজ করেন এবং মা লিপি শিকদার উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় নিহত মেহেদীর মামা চয়ন মিয়া বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারভুক্ত ৪ আসামি হলেন- মুফতি গুল্লি রুবেল (২৫), কমল (২৫), সাগর (২৮), হাতেম (২৪)। এছাড়া মামলায় আরো ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App