রাজধানীতে বোমা তৈরীর কারখানার সন্ধান, ঘিরে রেখেছে র্যাব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৪, ১০:১৫ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর বাড্ডা থানা এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ হাতবোমা ও বোমা তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র্যাব।
বুধবার (২২ মে) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালালে বোমা ও তা তৈরীর কারখানার সন্ধান মেলে। বাড়িটি ঘিরে রেখেছে র্যাব।
আরো পড়ুন: অস্ত্রসহ গ্রেপ্তার তিন ছিনতাইকারী কারাগারে
এ বিষয়ে র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালালে বোমা ও তা তৈরীর কারখানার সন্ধান মেলে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এ বিষয়ে রাত সাড়ে ১০টার দিকে মিডিয়া ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।