×

জাতীয়

১১ দফা দাবিতে ২৬ মে থেকে কর্মবিরতিতে নৌযান শ্রমিক ফেডারেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৬:০৩ পিএম

১১ দফা দাবিতে ২৬ মে থেকে কর্মবিরতিতে নৌযান শ্রমিক ফেডারেশন

ফাইল ছবি

   

নৌযান শ্রমিক ও শিল্প রক্ষায় ১১ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আগামী ২৬ মে রবিবার রাত ১২টা এক মিনিট থেকে লাগাতার কর্মবিরতি পালন শুরু করবে।

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে ফেডারেশনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌযান শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন যাবত আমরা দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম করছি। বিভিন্ন মহলে দাবি উপস্থাপন করেছি। সর্বশেষ গত ৪ মার্চ ১১ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করতে যাচ্ছিলাম।ওইদিনই শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এক সভায় আমাদের ডাকা হয়। নৌযান মালিক-শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় সভায় আমাদের দাবি নিয়ে আলোচনা হয়। আমাদের প্রত্যেকটি দাবির যৌক্তিকতা স্বীকার করে পরবর্তী ২০ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়। কিন্তু এরপর আড়াই মাস কেটে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। সরকার ও মালিকরা প্রতিশ্রুতি ও চুক্তি ভঙ্গ করেছে। শত শত নৌযান শ্রমিক গত রমজানের বোনাস থেকে বঞ্চিত হয়েছে। অনেকে ৩ থেকে ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। তাই আমরা আগামী ২৬ মে থেকে আবারো লাগাতার কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।  

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের দাবিগুলো হলো-

 ১. নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। 

২. মৃত্যু জনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করা। 

৩. পণ্য পরিবহনে সমতা বিধান। 

৪. শঙ্খ নদীকে পোতাশ্রয় ঘোষণা করা। 

৫. চট্টগ্রাম চরপাড়া-জালিয়াপাড়া পর্যন্ত ৫টি ইজারামুক্ত ঘাট ও মেরিন ড্রাইভের উপর চরপাড়া ও জালিয়াপাড়া এলাকায় দুটি ফুটওভার ব্রিজ স্থাপন করা। 

৬. ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস। 

৭. ডিজি সিপিংয়ের অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ১বার পরীক্ষার বিধান চালু, ডিসপেনসেশন বাণিজ্য বন্ধ। 

৮. বালুবাহী বালুবাহী নৌযানের কর্মরত শ্রমিকদের উপর পুলিশি নির্যাতন বন্ধ।

৯. নৌ-দুর্ঘটনা সব মামলা নৌ আদালতে নিষ্পত্তির ব্যবস্থা ও দ্রুত মামলা নিষ্পত্তি করা।

১০. এমভি তাহমিদা রহমান খান-১, দেওয়ান মেহেদি ও সীলাইন-৩ জাহাজ ছিনতাই ঘটনা উচ্চতর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

১১. নিরপরাধ নৌশ্রমিকদের মামলার দায় থেকে অব্যাহতি দিতে হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App