×

জাতীয়

দুবাইয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

দক্ষ জনশক্তি রফতানিতে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৭:৩৭ পিএম

দক্ষ জনশক্তি রফতানিতে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে

ছবি: দুবাইয়ের হায়াত রিজেন্সিতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

   

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রফতানির লক্ষ্যে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে সেই দেশে সেই ধরনের জনবল পাঠানো হবে। সে লক্ষ্যে আমরা চাহিদা ভিত্তিক বা দেশ ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা নেবো।

শনিবার (২৫ মে) দুবাইয়ের হায়াত রিজেন্সিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের যেসব কোম্পানী জনশক্তি আমদানী করে থাকে তাদের মধ্য থেকে প্রথম সারির ১৭ টি কোম্পানীর চেয়ারম্যান/প্রধান নির্বাহীকে এই মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছিলো। কীরূপ দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদাসম্পন্ন জনবল তাদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরো বেশিসংখ্যক জনশক্তি প্রেরণের জন্য কি কি করণীয়-সেসব বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করেন। 

আরো পড়ুন: কর্মমুখী করার মাধ্যমে সরকার নারীদের ক্ষমতায়ন করেছে

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রতিমন্ত্রীর সফরসঙ্গী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল আলম এবং একান্ত সচিব মামুনুর রহমান, বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

এসময় বেশির ভাগ কোম্পানী ভিসা প্রসেসিংয়ে দীর্ঘসূত্রিতার অভিযোগ করে বলেন, ভাষাদক্ষতা ও আইটি দক্ষতার উন্নয়ন করা দরকার। প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ইস্যুগুলো সমাধানের উদ্যোগ নেবেন বলেও জানান।     

বাংলাদেশের পক্ষ থেকে আরো অধিকসংখ্যক জনশক্তি নেয়ার আহ্বান জানানো হয়। সেইসঙ্গে অদক্ষ জনশক্তি ভিসা চালু করার ব্যাপারে ইউএই সরকারের সঙ্গে আলাপ আলোচনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। উল্লেখ্য, বর্তমানে বহি:বিশ্বে প্রায় ১ কোটি ৩৫ লাখ বাংলাদেশী অবস্থান করছে বলে সভায় জানানো হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App