মোংলার দিকে এগোচ্ছে রেমাল, সব লন্ডভন্ড হওয়ার শঙ্কা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৫:৩৭ পিএম

ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে সরছে এবং এটি ওইদিকে আরও সরতে থাকবে। এরপর আজ রবিবার (২৬ মে) রাতে এটি বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে মোংলার পাশ দিয়ে অতিক্রম করবে।
রবিবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
গত সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় একটি নিম্নচাপের। শনিবার (২৫ মে) এটি গভীর নিম্নচাপে রূপ নেয়। এদিন সন্ধ্যায় রূপ নেয় ঘূর্ণিঝড়ে। এরপর আরও শক্তি সঞ্চার করে রবিবার সকালে এটি পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে।
ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশ ও ভারতের উপকূল অতিক্রম করবে তখন এটির গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। আর ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার।
ভারতীয় আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, গত ৬ ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে প্রবল এ ঘূর্ণিঝড়টি।
এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুপুরের পর থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টিপাত শুরু হয় এবং কাল (সোমবার) সারা দিন এই বৃষ্টি থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।