×

জাতীয়

বৈধপথে রেমিট্যান্স পাঠানের আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

Icon

সাইফুল ইসলাম তালুকদার ইউএই

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৭:৩৩ পিএম

বৈধপথে রেমিট্যান্স পাঠানের আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

ছবি: ভোরের কাগজ

   

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, অবৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রতিটি স্তরে নিজে যেমন অসম্মানিত হবেন তেমনিভাবে দেশকেও অসম্মানিত করা হবে। তাই দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহবান জানান তিনি।

তিনি বলেন, বৈধপথে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী (কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন) সিআইপিসহ বিভিন্ন ক্যাটাগরির মধ্যে যাদের নির্বাচিত করে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সংবর্ধনা দেয়া হয়েছে এ সম্মান সকল প্রবাসীদেরও। তিনি এমন আয়োজনে কনসাল জেনারেল বিএম জামাল হোসেনসহ কনস্যুলেটের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। গত (২৫ মে) শনিবার রাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের প্রাঙ্গনে আয়োজিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড '২৩ ও সিআইপি সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে ও প্রথম সচিব (শ্রম) শাহনাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল আলম, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের শ্রম কাউন্সিলর আবদুস সালাম, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি আলহাজ্ব মো. মাহতাবুর রহমান নাসির সিআইপি, কনসুলেটের অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার, বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশিরা। 

বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ,কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী প্রমুখ। 

২০২১,২২ ও ২৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক আরব আমিরাত থেকে সিআইপি নির্বাচিতদেরসহ বিভিন্ন ক্যাটাগরির ১২৫ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দেশের উন্নয়ন-অগ্রগতিতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে এমন আয়োজনকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App