স্থগিত ২০ উপজেলা নির্বাচনে প্রচারণার সুযোগ দিতে ইসির নির্দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৬:১০ পিএম

ছবি: সংগৃহীত
স্থগিত হওয়া ২০ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সুযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (২ জুন) এ বিষয়ে নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকসহ রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান।
এতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদের ৯ জুন অনুষ্ঠেয় ভোট নিয়ে ২০ উপজেলা পরিষদের নির্বাচনে আইন ও বিধি মোতাবেক প্রচারণার সুযোগ দিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
আরো পড়ুন: ‘জাতীয় নির্বাচন ধাপে ধাপে হলে ভোট আয়োজন সহজ হবে’
যে ২০ উপজেলায় ভোট হবে সেগুলো হলো- বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা, খুলনার কয়রা, ডুমুরিয়া ও পাইকগাছা, বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন ও লালমোহন, ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া, বরগুনার বামনা ও পাথরঘাটা, রাঙামাটির বাঘাইছড়ি এবং নেত্রকোণার খালিয়াজুরী।
এর আগে, ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রথমে ১৯টি এবং পরে আরো তিনটিসহ মোট ২২টি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে ইসি। এই ২২ উপজেলার মধ্যে দুই উপজেলার ভোট চতুর্থ ধাপে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে এবং বাকি ২০ উপজেলার ভোট ৯ জুন অনুষ্ঠিত হবে।