×

জাতীয়

ঈদে ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০১:৫৪ পিএম

ঈদে ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ছবি: ভোরের কাগজ

   

ঈদুল আযহার যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া চাঁদাবাজি বন্ধ করা, ফিটনেস বিহীন যানবাহনের অবাদে চলাচল বন্ধের কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়। এবারের ঈদে সব মিলিয়ে দেড় কোটি লোক ঈদ যাত্রায় শামিল হবে।

সোমবার (১০ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। 

অনুষ্ঠানে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকার প্রতিবছর ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিলেও তা কখনোই বাস্তবায়ন হয় না। সরকার অতিরিক্ত ভাড়া আদায়ের মুনাফার অংশীদারদের সঙ্গে নিয়ে ঈদের প্রস্তুতি সভা করে। এখানে যাত্রীদের কোনো প্রতিনিধিকে ডাকা হয় না। বাস্তবতা হলো ৯০ শতাংশের বেশি যাত্রীকে প্রতি ঈদে বাড়ি যেতে দ্বিগুণ-তিনগুণ বেশি ভাড়া দিতে হয়। বিআরটিএ অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না করে বরং যাত্রীরা স্বল্প দূরত্বে গেলেও রুট পারমিটের শেষ গন্তব্য পর্যন্ত ভাড়া দেয়া নির্দেশনা দিয়ে থাকে। যারা সড়কের চাঁদাবাজিতে জড়িত তাদের উপর ঈদ যাত্রা সড়কে চাঁদাবাজি বন্ধের দায়িত্ব দেয়া হয়। এর ফলে চাঁদাবাজরা চাঁদাবাজি বন্ধের সিদ্ধান্ত আটকে দেয়। 

আরো পড়ুন: ঈদযাত্রা : বিআরটিসি বাসের টিকিট বিক্রি শুরু

মোজাম্মেল হক চৌধুরী আরো বলেন, এবারের ঈদ যাত্রায় ঢাকা থেকে এক কোটি, গাজীপুর থেকে ৩৫ লাখ, নারায়ণগঞ্জ থেকে ১২ লাখ মানুষসহ প্রায় দেড় কোটি মানুষ সারাদেশে যাতায়াত করবে। এদের যাতায়াতে ফিটনেস পাওয়া যানবাহনের পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহনে চলাচল করবে। ফলে ভাড়া নৈরাজ্য ও বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। গণপরিবহনের সুষ্ঠু ব্যবস্থাপনা না করা গেলে পথে পথে মানুষের চরম ভোগান্তির মুখে পড়তে হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেকাংশে বাড়বে। 

সভায় জানানো হয়, ভাড়া নৈরাজ্যের কারণে নিম্ন আয়ের মানুষ নিরাপদে যাতায়াত করতে পারে না। তাদেরকে বাস ও ট্রেনের ছাদে, মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মতো অনিরাপদ যানবাহনে যাতায়াতের সুযোগ নিতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App