×

জাতীয়

ভোরের কাগজ গোলটেবিল বৈঠক

ভারতীয় চিকিৎসা সেবা বিকেন্দ্রীকরণ দরকার : অধ্যাপক সাহাব আনাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১২:৫২ পিএম

ভারতীয় চিকিৎসা সেবা বিকেন্দ্রীকরণ দরকার : অধ্যাপক সাহাব আনাম

ভোরের কাগজ আয়োজিত গোলটেবিল বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব আনাম খান।

   

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব আনাম খান বলেছেন, দেশের স্বাস্থ্য খাত বড় দুর্বলতার জায়গা। অনেক রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। ভারতীয় চিকিৎসকরা এদেশের বড় বড় হাসপাতালে সেবা দেন। এতে অর্থশালী শ্রেণি সুবিধা পেলে বেশির ভাগ অল্প আয়ের মানুষ সেবা নিতে পারছেন না। এজন্য এদেশে ভারতীয় চিকিৎসকদের সেবা বিকেন্দ্রীকরণ দরকার। 

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে যোগযোগ বাড়ানো ও পরিবর্ত করা দরকার বলেও মনে করেন তিনি। শুক্রবার (১৪ জুন) সকালে ভোরের কাগজের কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। আয়োজিত বৈঠকে সাহাব আনাম খান এসব কথা বলেন।

আরো পড়ুন : দুই দেশের সম্পর্কে নতুনত্ব আসবে : অধ্যাপক ইমতিয়াজ

আরো পড়ুন : বাংলাদেশের অনুরোধে চীন এগিয়ে এসেছে : মুন্সি ফয়েজ আহমেদ

তিনি আরো বলেন, তিস্তায় পানি কমে গেছে। যৌথভাবে পানি ব্যবস্থাপনা করা দরকার। দুই দেশের মধ্যে শুধু রাজনৈতিক সম্পর্কের দিকে তাকিয়ে না থেকে আত্মিক সম্পর্ক আরো গভীর করতে হবে। এ ব্যাপারে বেশি করে মিডিয়া সহযোগিতা দরকার, ট্রান্সপোর্ট কানেকটিভিটি দরকার।

'বাংলাদেশ ভারতের নতুন সরকার : সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের নতুন সূচনা ' শীর্ষক গোল টেবিল বৈঠকে সঞ্চালনা করেন ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আলোচনায় অংশ নেন- সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, ভারত থেকে অনলাইনে যুক্ত হন প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী, টেলিগ্রাফের হেড অব পলিটিক্যাল এফেয়ার্স দেবদীপ পুরোহিত, ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অব বাংলাদেশ (ডিক্যাব) সভাপতি নুরুল ইসলাম হাসিব এবং ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শেখ শাহরিয়ার জামান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App