দেশ অর্থনৈতিক সংকটে রয়েছে, এটা নিয়ে লুকোচুরির কিছু নেই: কাদের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০২:৫৮ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
গোটা বিশ্বের মতো বাংলাদেশও অর্থনৈতিক সংকটে রয়েছে, এটা নিয়ে লুকোচুরি করার কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন : আমাদের কেউ আক্রান্ত হলে, মিয়ানমারকে জবাব দেয়া হবে
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন আন্দোলনের মানসিকতায় নেই। তাই দলটির নেতারা যে আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন তাতে জনগণের পাশাপাশি তাদের নেতাকর্মীরাই নেই।
মিয়ানমার সংকট নিয়ে তিনি বলেন, দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা দুঃখজনক। আমরা আক্রমণ করবো না, কিন্তু আক্রান্ত হলে মিয়ানমারকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ।
এই ব্রিফ্রিংয়ে জাতিসংঘ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, জাতিসংঘ এখন নখদন্তহীন। তাদের কথা ইসরায়েল শোনে না। বড় বড় দেশগুলোও শোনে না।