×

জাতীয়

ঢাকা মহানগরের বিভিন্ন পশুর হাটে ভোক্তা অধিদপ্তরের তদারকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১০:৪১ পিএম

ঢাকা মহানগরের বিভিন্ন পশুর হাটে ভোক্তা অধিদপ্তরের তদারকি

ছবি: ভোরের কাগজ

   

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামানের নেতৃত্বে ঢাকা মহানগরের গাবতলী গরুর হাটে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

শনিবার (১৫ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিতে মূলত প্রচারণা কার্যক্রম জোরদার করার পাশাপাশি হাটের ব্যবস্থাপনা, কোরবানির পশু যৌক্তিক মূল্যে বিক্রয় কার্যক্রম তদারকি, নির্বিঘ্ন পশু পরিবহন সংক্রান্ত তদারকি, সুস্থ পশু বিক্রয় নিশ্চিত করা ইত্যাদি বিষয় গুরুত্ব দেয়া হয়েছে। তদারকি কার্যক্রম পরিচালনা শেষে হাট এলাকায় বিকেল ৫টায় অধিদপ্তরের মহাপরিচালক এক প্রেস ব্রিফিং করেন।

অধিদপ্তরের ৪ জন কর্মকর্তার সমন্বয়ে ২টি টিম কর্তৃক ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইস্টার্ন হাউজিং গরুর হাট, দিয়া বাড়ী গরুর হাট, মেরা দিয়া গরুর হাট এবং গোলাপবাগ গরুর হাটে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। 

সার্বিকভাবে ঢাকা মহানগরের পশুর হাটগুলোতে তদারকিকালে দেখা যায় হাটের সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক, হাসিল নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ ছিলো না, গরুর মূল্য ক্রেতা ও বিক্রেতা কারো জন্যই অস্বাভাবিক ছিলো না এবং গত দিনের তুলনায় গরু বিক্রির পরিমাণ যথেষ্ট বেশি ছিলো। 

আরো পড়ুন: প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

তদারকিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষ্যে কুরবানির পশুর চামড়া যথাযথ পদ্ধতিতে ছাড়ানো ও কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে অধিদপ্তর কর্তৃক মুদ্রিত সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।

এছাড়াও ইসলামিক ফাউণ্ডেশন, বিজনেস প্রমোশন কাউন্সিল, বিএসটিআই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং দেশব্যাপী অধিদপ্তরের প্রতিটি বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ে গত ১০ জুনের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার প্রেরণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষ্যে কুরবানির পশুর চামড়া যথাযথ পদ্ধতিতে ছাড়ানো ও কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে অধিদপ্তর কর্তৃক টিভিসি প্রচারের লক্ষ্যে ইতোমধ্যে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের দাপ্তরিক ইমেইলে প্রেরণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, ডিজিএফআইয়ের প্রতিনিধি, ক্যাবের প্রতিনিধি, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App