×

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৯

Icon

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১১:১৪ এএম

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৯

ছবি: সংগৃহীত

   

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড় ধসে নয়জন নিহত হয়েছে।

বুধবার (১৯ জুন) সকালে  শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ৮,৯ ও ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের এসবঘটনা ঘটেছে। উদ্ধারকাজ চলছে। এ পর্যন্তনয়জনের লাশ উদ্ধার হয়েছে।

আরো পড়ুন: সিলেটে পানিবন্দি ৪ লাখ, আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-৮ এর অধিনায়ক আমির জাফর বলেন, নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক; বাকি সাতজন রোহিঙ্গা। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

জানা যায়, ৮ নম্বর ক্যাম্পে ২ জন, ৯ নম্বর ক্যাম্পে ২ জন, ১০ নম্বর ক্যাম্পে ৪ জন ও ১৪ নম্বর ক্যাম্পে ১ জনের মৃত্যু হয়েছে। ১০ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, আবু মেহের (২৫) শাহানা (২২) আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫)। ৯ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, মো. হোসেন (৫০) ও আনোয়ারা বেগম (১৮)।

৮ ও ১৪ নম্বর ক্যাম্পে নিহতদের নাম নিশ্চিত করতে পারেননি আরআরআরসি মো. মিজানুর রহমান।

তিনি জানান, বুধবার সকাল ৬টায় ১০ নম্বর ক্যাম্পের বক্ল-সি ৩ তে পাহাড় ধসে মাটি চাপা পড়ে ৪ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ৪ জনের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ৯ নম্বর ক্যাম্পের আই-৪ এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ওখানে উদ্ধার করা হয় ২ জনের মরদেহ। ভোর ৪ টার দিকে ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মারা যায় আর ৩ জন। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পালংখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত তিনটার সময় অতি বৃষ্টির কারণে ১৪ নং রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় ধসে কাঁটাতারের বাইরে দেওয়াল ভেঙে চোরাখোলা এলাকার স্থানীয় শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২) মারা যায়। সে থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App