স্পিডগানসহ নানা ব্যবস্থা নেয়ায় ঈদযাত্রা নিরাপদ ছিলো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৫:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
স্পিড ডিটেক্টর ডিজিটাল মেশিন (স্পিডগান) ব্যবহারসহ নানামুখী ব্যবস্থা নেয়ায় ঈদুল আজহাকে কেন্দ্র করে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক ছিলো। ফলে সাধারণ জনগণের ঈদযাত্রা ছিলো নিরাপদ ও স্বস্তিদায়ক বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার এসপি ইনামুল হক সাগর কর্তৃক প্রেরিত এক বার্তায় এমন দাবী করা হয়।
বার্তায় বলা হয়, সাধারণত ওভারস্পিড সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত। অননুমোদিত যানবাহনে যাত্রী পরিবহন রোধ ও স্পিডগান ব্যবহারের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ফলে সড়ক দুর্ঘটনা কমেছে।
আরো পড়ুন: ঈদে পদ্মা সেতুতে ২৯ কোটি টাকা টোল আদায়
গত ১৩-১৮ জুন পর্যন্ত বাংলাদেশ পুলিশ দেশের বিভিন্ন মহাসড়ক ও সড়কের ৫৫৬টি স্থানে স্পিডগান ব্যবহার করেছে। একই সময়ে ওভারস্পিডের কারণে ১ হাজার ৪৫৮টি প্রসিকিউশন দেয়া হয়েছে। ওই সময়ে গণপরিবহন ব্যতীত অন্যান্য পরিবহনে যাত্রী পরিবহন করায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ৫৮৩টি যানবাহনের বিরুদ্ধে।
এছাড়া, পুলিশ ২ হাজার ১৪টি স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আলোচ্য সময়ে মোট ৭ হাজার ১০২টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা হ্রাস, জনগণের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলেও বার্তায় জানানো হয়।
প্রসঙ্গত, স্পিড ডিটেক্টর ডিজিটাল মেশিন (স্পিডগান) দিয়ে তাৎক্ষণিক গাড়ির গতিবেগ জানা যায়। পুলিশ বুঝতে পারে গাড়িটি নির্ধারিত গতিসীমা অতিক্রম করছে কিনা। গতিসীমা অতিক্রম করলে পুলিশ চেকপোস্টে খবর পৌঁছে যায়। ধরা পড়ে যায় বেপরোয়া গতির যানবাহন।